বিজয় বার্তা২৪ ডটকমঃ
ঢাকায় এসেছেন প্রখ্যাত মার্কিন পপস্টার রিচার্ড মার্ক্স। সন্ধ্যায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র মাতাবেন তিনি। ইতিমধ্যেই বিক্রি শেষ হয়ে গেছে আয়োজনের সমস্ত টিকিট।
পশ্চিমের চকোলেট বয়, জনপ্রিয়তম পপস্টারদের একজন রিচার্ড মার্ক্স। প্রায় আঠারো ঘণ্টা বিমানভ্রমণ শেষে ঢাকা পৌঁছান বাংলাদেশে হাজারো ভক্তশ্রোতার প্রিয় এই শিল্পী।
এসেই বললেন, ভালোবাসাই ছিলো তার সমস্ত পরিশ্রমের একমাত্র আরাধ্য। তার লেখা গান রাইট হেয়ার ওয়াটিং ফর ইউ এর ইউটা কে! এই প্রশ্নের জবাবে দিলেন চমকপ্রদ উত্তর।
আশি ও নব্বই দশকে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই শিল্পী হোল্ড অন টু দ্য নাইট, এন্ডলেস সামার নাইটস, নাউ অ্যান্ড ফরএভার এর মতো সিঙ্গলসগুলো দিয়ে হৃদয় জয় করেছেন পপ শ্রোতাদের।
৫৩ বছর বয়সী তুলা রাশির জাতক প্রথমবারের মতো ঢাকা গাইবেন সন্ধ্যায়। রিচার্ড মার্কস লাইভ ইন ঢাকা অনুষ্ঠানটি আয়োজন করছে ঢাকাভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ক্রেইনস।