বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা রেঞ্জ (ঢাকা বিভাগ) এর ১৩ জেলার মধ্যে মামলা তদন্তকারী কর্মকর্তা (উপ-পরিদর্শক) হিসেবে সেরা নির্বাচিত হয়েছেন সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ।
সোনারগাঁও থানার ক্লু-লেস মার্ডার মামলা তদন্ত, রহস্য উদঘাটন ও মামলার মূল আসামী গ্রেফতার এবং মামলার সকল আলামত উদ্ধার করায় এই স্বীকৃতি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৪অক্টোবর) ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম বার, পিপিএম বার এর কাছ এ পুরস্কার নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মোঃ আসাদুজ্জামান, বিপিএম(বার) ও ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপারগণ।