বিজয় বার্তা ২৪ ডট কম
বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক ও সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ ড. করুণাময় গোস্বামীর শ্রাদ্ধ্য পরবর্তীয় মৎস্যমুখি অনুষ্ঠানে নারায়ণগঞ্জে গনমান্য ব্যক্তিবর্গ তার শোক বইতে গন স্বাক্ষর করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ড. করুণাময় গোস্বামীর পরিবারের পক্ষ থেকে শহরের মিশন পাড়াস্থ রামকৃষ্ণ মিশনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
এ সময় মৎস্যমুখি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু, সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আশ্চার্য, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক কমলেশ সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, বন্দর পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ। আরো উপস্থিত ছিলেন ,ড. করুণাময় গোস্বামীর স্ত্রী শিপরা রানী দে, ছেলে শায়ন্ত গোস্বামী, মেয়ে তিথি গোস্বামী, ভাই অসিম গোস্বামীসহ নারায়ণগঞ্জের শিক্ষাবিদ, রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে ড. করুণাময় গোস্বামীর শোক বহিতে সবাই স্বাক্ষর করেন।