ডেমরা,বিজয় বার্তা ২৪
“পুলিশ ও জনতার সার্বিক সহায়তায় এলাকা থাকবে অপরাধমুক্ত” এই স্লোগানকে সামনে রেখে ডেমরায় থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে থানা কমিউনিটি পুলিশের সভাপতি আমান উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কাওসার আহম্মেদের সঞ্চালনায় সারুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ) সৈয়দ মো.নুরুল ইসলাম বিপিএম,পিপিএম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ারী বিভাগের এডিসি (ক্রাইম এন্ড অপস্) মো. মইনুল হাসান, এডিসি (এডমিন) মো. মেহেদি হাসান, ডেমরা জোনের এসি মো. তারেক ও রামপুরা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গির আলম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সারুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল ইসলাম, ডেমরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদিন রতন, থানা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোহম্মদ আলী, জনপ্রতিনিধিরাসহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ।