বিজয় বার্তা ২৪ ডট কম
বে-আইনী ভাবে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকুরীতে পুনঃবহাল ও শ্রমিকদের ৯ দফা দাবীতে ডেনিসন গার্মেন্টস্ লিঃ এর শ্রমিকরা আজ শনিবার সকাল ১১ টায় নরায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রিয় শহীদমিনারে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল করে।
সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস্ শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মহামুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সাইফুল ইসলাম শরীফ, হাসনাত কবির, শহীদুল ইসলাম, সভাপতিত্ব করেন ডেনিসন গার্মেন্টস্ এর শ্রমিক জুয়েল।
নেতৃবৃন্দ বলেন, ঈদের আগে শ্রমিকরা বেতন নিতে গেলে মালিক কতৃপক্ষ ১০ জন শ্রমিককে কোন পূর্ব নোটিশ না দিয়েই জোরপূর্বক ভাবে সাদা কাগজে সই নিয়ে অবৈধভাবে ছাঁটাই করেন। শ্রমিক নেতৃবৃন্দ ছাঁটাইকৃত শ্রমিকদের চাকুরিতে পুনঃবহালের দাবী জানান।