বিজয় বার্তা ২৪ ডট কম
বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১ টায় ডেনিলসন অ্যাটায়ার্র্স লিঃ ১০জন শ্রমিককে অবৈধভাবে ছাঁটাই করে। ছাঁটাইকৃদের চাকুরিতে পুনঃবহাল ও ৯ দফা দাবী মেনে নেওয়ার দাবিতে কারখানার শ্রমিকেরা নারায়ণগঞ্জ শহরে মিছিল করে বিকেএমইএ কার্যালয়ের সম্মুখে সমাবেশ করে স্বারকলিপি প্রদান করে।
সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গর্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সহ-সভাপতি সাইফুল ইসলাম শরীফ, হাসনাত কবির, সাইদ সাইদুর, সভাপতিত্ব করেন ডেনিসন গার্মেন্টস এর শ্রমিক জুয়েল।
বক্তারা বলেন ডেনিলসন শ্রমিকদের অবিলম্বে ৯ দফা দাবী মেনে নিয়ে ছাঁটাইকৃত ১০ জন শ্রমিককে কাজে পুনঃবহাল করতে হবে নয়তো ডেনিলসন শ্রমিকদের আন্দোলন সারা নারায়ণগঞ্জে এর অনান্য গার্মেন্টস এ ছড়িয়ে পড়বে।