বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের কৃষি জমিতে অবাসন প্রকল্পের নামে জোর করে অবৈধভাবে বালু ভরাটের বন্ধ ও তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার দাবিতে স্বারক লিপি দিয়েছে কৃষকরা।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহর কাছে এ স্বারক লিপি দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, সাবেক সেনা সদস্য মইন উদ্দিন আহমেদ সহ স্থানীয় কৃষকরা।
স্বরক লিপিতে বলা হয়, কায়েতপাড়া ইউনিয়নের আওতাধীন ১৩টি মৌজা কৃষি এবং একই এলাকার ভিটে বাড়ি বিভিন্ন অবাসন প্রকল্পের নামে জোর করে অবৈধভাবে বালু ভরাটের মাধ্যমে ভূমি দখল করা হচ্ছে। এ নিয়ে ওই সব আবাসন প্রকল্পের সংশিষ্টদের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা রয়েছে। আদালতের আদেশের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন দেয়ার আবেদন জানানো হয়।
স্বরক লিপিতে আরও বলা হয়, কায়েতপাড়া ইউনিয়নের ১৩ টি মৌজার প্রায় ৭৫০০ বিঘা জমির মধ্যে ৮০ শতাংশ ভূমিই কৃষিজমি। বিভিন্ন গ্রামের প্রায় দুই লক্ষ মানুষ পরিবার পরিজন নিয়ে দীর্ঘকাল ধরে সেখানে বসবাস করছেন। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন তারা। কিন্তু একটি দুষ্কৃতিকারী ভূমিদস্যু চক্র বিভিন্ন আবাসন প্রকল্পের নাম ব্যবহার করে ৩০ টির অধিক ড্রেজার বালু নদী ও শীতলক্ষ্যা নদী দিয়ে নিয়ে এসে এলাকার রাস্তা কেটে স্থাপন করে অবৈধভাবে বালু ভরাট করছে। তাদের বালু বরাত বন্ধের দাবিও জানার কৃষকরা।
স্বরক লিপিতে উল্লেখ্য করা হয়, ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা উচ্চ আদালতে রীট পিটিশন মামলা করেছেন। আদালত জেলা প্রশাসক ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করার নির্দেশনা দিয়েছেন। তাই জেলা প্রশাসকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান ভোক্তভোগীরা।
এ বিষয়ে জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ বলেন, আমরা উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।