নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জে ডিশ বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলায় ৪ জন আহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী শুভকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনগন।
রবিবার মধ্যরাতে জিমখানা এলাকা থেকে মারামারি করা অবস্থায় দেখতে পেয়ে জনগন তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
আটককৃত আসামী শুভ মিয়া নারায়ণগঞ্জের পাইকপাড়া শাহসূজা রোড এলাকার দুলাল মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে আসামী শুভকে পুলিশে সোপর্দ করা জনগন ও মামলার তদন্তকারী সদর থানার এস আই রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল সন্ধা সাড়ে ৭টার দিকে আহাম্মদ উল্লাহ মৃদুল তার নিজ বাসা নলুয়া রোডে আসার সময় নিতাইগঞ্জ ঋষিপাড়া আসলে সন্ত্রাসীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ওই মোবাইল দিতে না চাইলে সন্ত্রাসীরা মৃদুলকে মারধর করে রক্তাক্ত জখম করে। পরে মৃদুলকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় মৃদুলের বাবা ওবায়েদ উল্লাহ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং ২৬ ও তারিখ ১৮/০৪/২০১৬। এ ঘটনায় ১৯ এপ্রিল রাতে কৌশলে আহাম্মদ উল্লাহ মৃদুলের বড় ভাই ইব্রাহীম খলিল উল্লাহ ডেকে নিয়ে মামলা তুলে নেয়ার প্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ার কারনে রাতে ১০টার দিকে আসামী দুলাল মিয়ার ছেলে শুভ, দুদু মিয়ার ছেলে রতন, জোনাব আলীর ছেলে মোশারফ, রমজান মিয়ার ছেলে লিটন, রশিদ মিয়ার ছেলে বাবু, ফিরোজ মিয়ার ছেলে রহিম, পন্ডিতের ছেলে লিটন, আকবর মোল্লার ছেলে সফুর মাতবর, শেখ মিয়ার ছেলে হানিফ, আলী মিয়ার ছেলে টোকন ও কবির সহ অন্য সন্ত্রাসীরা ইব্রাহীম খলিল উল্লাহ বাবুসহ আরো তিনজনকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে আশপাশের লোকজন দেখতে পেয়ে তাদেও ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় বাবুর বাবা ওবায়েদ উল্লাহ সদর মডেল থানায় ২০/০৪/২০১৬ তারিখে আরো একটি মামলা দায়ের করেন। এদিকে আসামীদের গ্রেফতারের দাবিতে গত ২৪ এপ্রিল রবিবার সকালে মানবন্ধন, স্মরকলিপি প্রদান ও গনস্বাক্ষর কর্মসূচি করে ১৮ নং ওয়ার্ড এলাকাবাসী। গতকাল সোমবার বাবুর অবস্থা আরো আশংকা জনক হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।