নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জে ডিশ বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলায় ৪ জন আহতের ঘটনায় মানবন্ধন করেছে ১৮ নং ওয়ার্ড এলাকাবাসী। এসময় তারা সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, র্যাব-১১ এর কালীবাজার শাখার সিও ও সদর মডেল থানার ওসি এর বরাবর স্মরকলিপি প্রদান করেন। এছাড়া উপযুক্ত বিচারের দাবিতে গন স্বাক্ষরও নেওয়া হয়।
রবিবার সকালে এই মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও গনস্বাক্ষর কর্মসূচি করা হয়।
প্রদানকৃত স্মারকলিপিটি হু্বহু তোলা ধরা হলঃ গত ১৬ এপ্রিল সন্ধা সাড়ে ৭টার দিকে আহাম্মদ উল্লাহ মৃদুল তার নিজ বাসা নলুয়া রোডে আসার সময় নিতাইগঞ্জ ঋষিপাড়া আসলে সন্ত্রাসীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ওই মোবাইল দিতে না চাইলে সন্ত্রাসীরা মৃদুলকে মারধর করে রক্তাক্ত জখম করে। পরে মৃদুলকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় মৃদুলের বাবা ওবায়েদ উল্লাহ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং ২৬ ও তারিখ ১৮/০৪/২০১৬। এ ঘটনায় ১৯ এপ্রিল রাতে কৌশলে আহাম্মদউল্লাহ মৃদুলের বড় ভাই ইব্রাহীম খলিল উল্লাহ ডেকে নিয়ে মামলা তুলে নেয়ার প্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ার কারনে রাতে ১০টার দিকে আসামী দুলাল মিয়ার ছেলে শুভ, দুদু মিয়ার ছেলে রতন, জোনাব আলীর ছেলে মোশারফ, রমজান মিয়ার ছেলে লিটন, রশিদ মিয়ার ছেলে বাবু, ফিরোজ মিয়ার ছেল রহিম, পন্ডিতের ছেলে লিটন, আকবর মোল্লার ছেলে সফুর মাতবর, শেখ মিয়ার ছেলে হানিফ, আলী মিয়ার ছেলে টোকন ও কবির সহ অন্য সন্ত্রাসীরা ইব্রাহীম খলিল উল্লাহ বাবুকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে আশপাশের লোকজন তাকেও হাসপাতালে ভর্তি করায়। এই ঘটনায় তার বাবা ওবায়েদ উল্লাহ সদর মডেল থানায় ২০/০৪/২০১৬ তারিখে আরো একটি মামলা দায়ের করেন। বর্তমানে উক্ত দুই সহোদর চিকিৎসাধীন অবস্থায় ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কিন্ত মামলার আসামীগন প্রভাবশালী লোকজন হওয়ায় প্রকাশ্যে ঘুড়ে বেড়াচ্ছে।
এসময় বক্তরা বলেন, প্রভাবশালী আব্দুল করিম বাবুু ওরফে ডিস বাবু সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে ১৮ নং ওয়ার্ড এলাকাবাসী অতিষ্ঠ।এমন কোন অপকর্ম নাই তারা না করে। মৃদুল ও বাবুর উ্পর হামলাকারীদের আমরা বিচার চাই। মামলা তুলে নিতে ওবায়েদুল্লাহকে হুমকি ধামকি দিচ্ছে ডিশ বাবু। ওই হামলাকারী সন্ত্রাসী বাহিনীরা ডিস বাবুর পালিত। যে কারণে ডিস বাবু সন্ত্রাসীদের পক্ষে বাদী পক্ষকে হুমকি ধামকি দিচ্ছে।
উক্ত মানববন্ধনে ১৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।