বিজয় বার্তা ২৪ ডট কম
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও বন্দর ফাঁড়ী পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২’শ ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত বুধবার বিকেলে ও গতকাল বৃহস্পতিবার দুপুরে এদেরকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৩৩(২)১৮ ও ৩৪(২)১৮। জানা গেছে, ডিবি পুলিশের উপ-পরিদর্শক প্রকাশ চন্দ্র সরকারসহ সঙ্গীয় র্ফোস বুধবার বিকেলে বন্দর থানার ফরাজিকান্দাস্থ লাহরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে মাদক স¤্রাট সাগর (৪০)কে গ্রেপ্তার করে। এ ছাড়াও গতকাল বৃহস্পতিবার দুপুরে বন্দর ফাঁড়ী এএসআই বিরাজসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নবীগঞ্জ বড়বাড়ি এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী রনি (২৫)কে গ্রেপ্তার করে। ধৃত ২ মাদক ব্যবসায়ীকে পৃথক ২টি মাদক মামলায় গতকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট পুলিশ।