বিজয় বার্তা ২৪ ডট কম
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিল ও ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত বুধবার বিকেলে বন্দর রুপালী আবাসিক এলাকা ও দক্ষিন কলাবাগ এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং- ৫৭(১১)১৭ ও
৫৮(১১)১৭। জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আসাদুজ্জামানসহ তার সঙ্গীয় র্ফোস বুধবার বিকেলে বন্দর রুপালী আবাসিক এলাকার আমেনা বেগমের বাড়ীতে মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযানের সময় ডিবি পুলিশ আমেনা বেগমের ভাড়াটিয়া ঘরে তল্লাশী চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ফরিদপুর জেলার ভাঙ্গা থানার নাগরদি এলাকার ভোলা দাসের ছেলে ফেন্সিডিল ব্যবসায়ী রাজিব দাস (৩০) ও কুমিল্লা জেলার মুরাদনগর থানার জাহাপুর এলাকার শুকেন সাহা ছেলে মাদক স¤্রাট প্রদীপ সাহা (২৮)কে গ্রেপ্তার করে। বন্দর থানা পুলিশ জানিয়েছে, ডিবি পুলিশ কর্তৃক ধৃত মাদক স¤্রাট প্রদীপের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ৪০(৬)১৭, ২০(১২)১৬, ৫(১০)১৬ ও ১০৯(৮)১৭ এর মাদক মামলা রয়েছে। এ ছাড়াও বন্দর থানার উপ-পরিদর্শক পংকজ কান্তি সরকারসহ তার সঙ্গীয় র্ফোস বুধবার রাতে দক্ষিন কলাবাগ এলাকার নিজাম মিয়ার বাড়ির সামনে অভিযান চালিয়ে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার খালেক মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী সবুজ (২৬)কে গ্রেপ্তার করে। ধৃত ৩ মাদক ব্যবসায়ীকে পৃথক ২টি মাদক মামলায় বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরন করেছে সংশ্লিষ্ট পুলিশ।