বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি’র পৃথক পৃথক অভিযানে ভূয়া ডিবি, ৫ ডাকাত ও ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্ৰেফতার করা হয়েছে ।
বুধবার রাতে জেলা গোয়েন্দা শাখা ডিবি’র পৃথক পৃথক অভিযানে ভূঁয়া ডিবি, ৫ ডাকাত ও ছিনতাই চক্রের তিন সদস্য কে গ্ৰেফতার করা হয় ।
ডিবির এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযানে বুধবার রাত সাড়ে ৯ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন দি সান ফিলিং সার্ভিস সেন্টার পাম্পের পাশে পুকুর পাড় থেকে ডাকাতি প্রস্তুতি কালে ৫ ডাকাত সদস্যদেরকে ০৪ টি দেশীয় তৈরি ওয়ান সুটার গান ও ০৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন (১) মোঃ খবির উদ্দিন (৪৫), পিতা- মোঃ আব্দুল আজিজ, সাং নতুন চর দৌলতখান, থানা কালকিনি জেলা মাদারীপুর (২) মোঃ হুমায়ুন কবির (৪৫) পিতা- মৃত মজিদ লক্তি, সাং বলসা , থানা ও জেলা মাদারীপুর (৩) মোঃ রফিকুল ইসলাম (৩০) পিতা- মৃত মতিয়ার রহমান সাং কেসচন্দ্রপুর, থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ (৪) মোঃ মইন হোসেন(২৬) পিতা মোঃ সিরাজুল ইসলাম, সাং করিমপুর, থানা বেগমগঞ্জ জেলা নোয়াখালী , (২৫) মোঃ মান্নান পিতা – হাসেম মোল্লা, সাং কেশবকাঠি, থানা উজিরপুর জেলা বরিশাল ।
ডিবির আরেক অভিযানে জেলা গোয়েন্দা শাখা ডিবি’র পরিদর্শক মোহাম্মদ হাসান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযানে গতকাল রাত ২ টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় থেকে ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্ৰেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল এবং চার রাউন্ড গুলি ও পাঁচটি হাত বোমা উদ্ধার করা হয়েছে । গ্রেফতারকৃত মোঃ রিয়াজ (২৯) পিতা ইছাহাক আকন্দ সাং গিলাবাগ, থানা মঠবাড়িয়া জেলা পিরোজপুর এর তথ্য অনুযায়ী অপর তিন ছিনতাই চক্রের তিন সদস্য গ্ৰেফতার করা হয় । অন্য গ্ৰেফতারকৃতরা হলেন (২) মোঃ মিন্টু খান (৩২) পিতা মোঃ সুলতান খান , সাং চরকগাছিয়া , থানা সদর জেলা বরগুনা (৩) মোঃ মনির হুসাইন (৩৫) পিতা সৈয়দ ফজলুর রহমান , সাং চর বিষ্ণুপুর মীরবাড়ি, থানা সদর পুর জেলা ফরিদপুর । এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দাখিল করে । মামলার রুজু প্রক্রিয়াধীন হচ্ছে।
অপর দিকে জেলা গোয়েন্দা শাখা ডিবি’র এসআই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা- চট্রগ্ৰাম মহাসড়ক মৌচাক বাস স্ট্যান্ডের ২০০ গজ পূর্বদিকে জনৈক মাহবুব এর নার্সারির সামনে থেকে ভূয়া ডিবি পুলিশ পরিচয়কারী মোঃ আলমগীর শেখ (৩২) পিতা- মৃত গোলাম সারোয়ার সাং পারুলিয়া, থানা কাশিয়ানি, জেলা গোপালগঞ্জ কে গ্ৰেফতার করা হয় । এসময় তার কাছ থেকে পুলিশের ব্যবহৃত একজোড়া হ্যান্ডকাফ ও একটি নম্বর বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান সংবাদ সম্মেলন করে এই সব তথ্য দেন ।
তিনি বলেন, আসন্ন রমজান মাসে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই আমাদের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে । আমাদের এই অভিযান চলমান থাকবে ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) মোঃ ফারুক হোসেন, জেলা গোয়েন্দা শাখা ডিবি’র অতিরিক্ত এসপি মোঃ ফোরকান শিকদার ।