বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পুলিশের(ডিবি) অভিযানে ৫’শ পিছ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকের আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহরের পশ্চিম দেওভোগস্থ বাঁশমুলি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সুফিয়া খাতুন (৫০) পশ্চিম দেওভোগ এলাকার মৃত আনোয়ার মিয়ার স্ত্রী।
অভিযানটি ডিবির এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এসআই আবু সায়েম, এস আই আজাদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে পরিচালনা করা হয়।
এসময় মিজান জানান, সুফিয়া একজন মাদক ব্যবসায়ী। সে আগে ফেন্সিডিল বিক্রি করতো। এর আগে সে গ্রেফতার হয়েছিল। এখন সে ইয়াবা বিক্রি করে। গতকাল রাতে দেওভোগ থেকে তাকে আটক করা হয়। তার পেট থেকে কৌশলে ৫’শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।