বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা গোয়ান্দা পুলিশের (ডিবি) অভিযানে ৯২ হাজার পিছ ইয়াবা ও নগদ ৩ লক্ষ টাকা সহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে এক্স নোয়া গাড়ী (ঢাকা মেট্রো-য়-০০-০৪৯৯) জব্দ করা হয়।
বুধবার দুপুর ১ টায় সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড চোরঙ্গী পাম্প এলাকায় অভিযানে এই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
পুলিশ সদর দপ্তরের গোপনীয় শাখার সহযোগীতায় অভিযানটি ডিবির ওসি মাহবুব আলমের নেতৃত্বে ডিবি’র এসআই মফিজুল ইসলাম, পিপিএম, সঙ্গীয় এসআই গিয়াস উদ্দিন, এসআই মাসুদ রানা, এএসআই শামীম হোসেন, এএসআই নাজীম উদ্দিন, এএসআই আব্দুর রাজ্জাক ও ফোর্সসহ পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, কুমিল্লা জেলার লাকসাম এলাকার সুভাষ চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস (২২), একই জেলার আমির হোসেনের ছেলে মো. মনির (২৬), মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বাশিরা এলাকার মো.আবুল হোসেনের ছেলে জাহিদ হাসান ওরফে ইকবাল, ঢাকা জেলার ডেমরা থানার পূর্ব বক্স নগর এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে মোঃ সালাউদ্দিন (৩৮), নোয়াখালী জেলার সেনবাগ থানার নাজির নগর গ্রামের মৃত শাহাদাৎ উল্লাহ’র ছেলে নুর নবী ওরফে খোকন (৩৮)।
ডিবির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান কক্সবাজার হতে আসা ১টি এক্স নোয়া গাড়ি আটক করে গাড়ীতে থাকা ০৫ ব্যক্তির দেহ তল্লাশী করে মোট ৪৬টি প্যাকেটে মোড়ানো প্রতি প্যাকেটে দুই হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সর্বমোট ৯২ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। ইয়াবা ট্যাবলেট বিক্রির নগদ তিন লক্ষ টাকা উদ্ধার মুলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে ডিবির যোগদান করা নতুন ওসি মাহবুব আলম জানান, নারায়ণগঞ্জে যোগদানের আজকে আমার ২য় দিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপ্রান চেষ্টা করবো নারায়ণগঞ্জ থেকে মাদক মুক্ত করতে। এই জেলার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সে জন্য আমাদের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাস, মাদক ও জঙ্গী নির্মূলে আমাদের তথ্য দিয়ে আপনারা সহযোগীতা করবেন।