বিজয় বার্তা ২৪ ডট কম
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অভিযানে ৮১৬ ক্যান বিয়ার সহ শফিকুল, রবিন ও সাইফুল নামে তিনজনকে আটক করা হয়েছে।
এসময় আসামীদের সাথে থাকা ইব্রাহীম ও রাহাত নামে দুইজন আসামী পালিয়ে যায়।
শুক্রবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার চারারগোপ ডিবির এসআই সেলিম মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ফতুল্লা থানধীন মাসদাইড় এলাকার খোকন মিয়ার ছেলে শফিকুল @ অপু (২৬), উক্ত এলাকার আমির মিয়ার ছেলে রবিন (২৫), বন্দর খানাধীন চৌধুরী বাড়ি এলাকার মৃত কাশেম এর ছেলে সাইফুল (২৮)। এসময় পালিয়ে যাওয়া আসামীরা হলেন, আমলপাড়া রাহাত ও তামাকপট্টির ইব্রাহিম।
এস আই সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতের ডিবির নিয়মিত অভিযানে ৮১৬ ক্যান বিয়ার সহ তিনজনকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা ইব্রাহিম ও রাহাত নামে দুইজন আসামী কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে পাঁচ জন আসামীর নামে সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-৩৭ । আটককৃত আসামীদের মামলা রুজু হয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে।