বিনাদন ডেস্ক.বিজয় বার্তা ২৪
ডিজে রাহাতের সংগীতায়োজনে একটি গানে কণ্ঠ দিলেন নবীন কণ্ঠশিল্পী নাহার লাবণী। ‘জানিয়ে দিলাম তোমায়’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন মীর মাসুম।
গানটি প্রসঙ্গে ডিজে রাহাত জানান, রিদমের সঙ্গে মেলোডির সমন্বয় করে গানটি সাজানো হয়েছে। কিছুদিনের মধ্যেই এর মিউজিক ভিডিওর কাজ শুরু হবে। কাজ শেষ হলে এটি প্রকাশ হবে সিঙ্গেল আকারে।
গানটি নিয়ে নাহার লাবণীর অনেক প্রত্যাশা। চলতি বছর এমন আরও দু’তিনটি সিঙ্গেল প্রকাশ করবেন বলে জানান তিনি। এভাবে কয়েকটি গান জমলে সাজানো হবে অ্যালবাম।