বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ পৌর স্টেডিয়ামে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় সকলের দৃষ্টি কাড়ছে নারায়ণগঞ্জ কলেজের মাল্টি ব্রীজ প্রদর্শনী। ডিজিটাল উদ্ভাবনী মেলার ২৫ নং ষ্টলে নারায়ণগঞ্জ কলেজ বিজ্ঞান বিভাগের ছাত্রীদের উদ্যোগে মাল্টি ব্রীজ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দিন হায়দার ষ্টল পরিদর্শন করতে এসে বলেন, কোমলমতি ছাত্রীদের মন থেকে যুগোপযোগী চিন্তায় আমরা আনন্দিত। আমার বিশ্বাস তোমাদের এই মাল্টি ব্রীজ বাস্তবায়ন করতে পারলে নাগরিকবাসী অনেক সুবিধা উপভোগ করতে পারবে।
ছাত্রীদের উদ্দেশ্য তিনি বলেন, তোমাদের মধ্যে থেকেই একদিন এদেশের বড় বড় বিজ্ঞানী তৈরি হবে। বিদ্রোহী কবি কাজী নজরুল অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান ছিলেন। বর্তমানে তার বই গবেষণা হচ্ছে। আশা করি তোমরাই একদিন এদেশের মুখ উজ্জ্বল করবে। এসময় তিনি পরিদর্শন বইয়ে লিখেন, নারায়ণগঞ্জ কলেজের ছাত্রীদের উদ্যোগ সত্যিই প্রসংশনীয়। নতুন নতুন উদ্বাবনী শক্তি নিয়ে এগিয়ে যাবে ছাত্রীরা।
এছাড়াও পরিদর্শন করতে আসা অনেকেই বলেন,এই মাল্টি ব্রীজ বাস্তবায়ন করতে পারলে নগরীতে যানজট কমে যাবে। আমাদের যানবাহনে চলার ক্ষেত্রে সময়ের অপচয় রোধ হবে।
এই প্রদর্শনীর সার্বিক সহযোগীতায় রয়েছেন নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক এস এম আরিফ মিহির। মাল্টি প্রদর্শনীতে অংশগ্রহণ করে নারায়ণগঞ্জ কলেজ বিজ্ঞান বিভাগের ছাত্রী তানজিদা হোসেন সারাহ, মনিকা রায় পূজা, সায়মা হক খুশি, মেহের আফরোজ ও নাহিদা আক্তার।