নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইলের ডিএসএনএস আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪ টায় শিমরাইল তাজ জুটমিল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারটেক্স ষ্টার কমপ্লেক্স-২ এর ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ। অনুষ্ঠানটি উদ্ভোধন করেন অত্র মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি সাবেক জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুল মতিন মাষ্টার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারটেক্স ষ্টার কমপ্লেক্স এর চীফ অব প্ল্যান্ট মোঃ মকবুল হোসেন,জেনারেল ম্যানেজার (এডমিন ) মীর দেলোয়ার হোসেন,জিএম ইলেকট্রিক্যাল এন্ড কো-অর্ডিনেশন নূরুল আফসার,অত্র মাদ্রাসার গভর্নিংবডির বিদ্যুৎসাহী সদস্য আলহাজ আব্দুল জলিল মাষ্টার,অভিভাবক সদস্য নাজমুল হক খোকা, নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
দিনভর অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচের মধ্যে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান চ্যাম্পিয়ন এবং হামিদুর রহমান রানর্সআপ হয়। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।