বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে ময়লা পানিতে নেমে পরিদর্শন করছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। হাঁটুপানি মাড়িয়ে ফতুল্লার লালপুর এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেছেন তিনি। শুক্রবার (৭ জুলাই) বিকেলে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় পরিদর্শনে গিয়ে তিনি পানিতে নামেন।
এর আগে গত ২ জুলাই ডিএনডি সেচ প্রকল্প কার্যালয়ের কর্মকর্তা ও ডিএনডি প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের জলাবদ্ধতা নিরসন না হলে পানিতে নেমে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শামীম ওসমান।
জলাবদ্ধতাপূর্ণ এলাকা পরিদর্শন শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন, আপনাদের এই এলাকাটি ডিএনডি প্রকল্পের আওতায় পড়ে না। আমি শুধুমাত্র আপনাদের এই দুর্ভোগ লাঘবে এই এলাকায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও দুইটি আধুনিক পাম্পের ব্যবস্থা করছি। দেড়শ কোটি টাকা এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই এসব প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ শুরু হবে। তবে এই বর্ষায় যেন আপনাদের কষ্ট করতে না হয় সে জন্য পাম্পের ব্যবস্থা করার চেষ্টা করছি।
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন আমি বা আমার কোনো কর্মী কি ক্ষমতায় এসে আপনাদের সঙ্গে প্রতিশোধ পরায়ন কোনো আচরণ করেছি। কিন্তু আপনারা কী করছেন? আপনারা রাস্তায় আন্দোলনের নামে বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে কুরুচিপূর্ণ নানান বক্তব্য ও স্লোগান দিচ্ছেন। আমাদের শক্তি ওপরে আল্লাহ আর জমিনে জনতা। এই ভিমরুলের চাক যদি ক্ষেপে যায় তবে মা বলে গো বলার সুযোগ পাবেন না। আমাদের বয়স হয়েছে কলিজা কিন্তু ছোট হয়নি, বরং বড় হয়েছে। সুতরাং সংযত হয়ে কথা বলুন।
শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে ষড়যন্ত্র শুরু হয়েছে। মোশতাকের বংশধররা আছে। সাদা চামড়া দেখলেই গোলামি শুরু করে, গান গাওয়া শুরু করে। এটা স্বাধীন বাংলাদেশ। কেয়ারফুল থাকবেন আগামী তিন মাস। দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা করবে। নির্বাচন বন্ধ করার জন্য অনেক খেলা হবে। তবে নির্বাচন হবে এবং জাতির পিতার কন্যাই প্রধানমন্ত্রী হবেন।
তিনি আরও বলেন, আমাকে ফেল করিয়ে তাকে (বিএনপির সাবেক এমপি) পাস করিয়েছিল মোহাম্মদ আলী ভাই। তারা আবার মাঠে নেমেছে। তারা ডিএনডি প্রজেক্ট নিয়ে মিথ্যাচার করছে। তারা বলছে ডিএনডি প্রকল্পের নামে হরিলুট হচ্ছে, চুরি হচ্ছে। তাহলে সেনাবাহিনী কি চোর? তারা কি চুরি করে। ওরা বলে পার্সেন্টেজ নেয়। তারা যখন ক্ষমতায় ছিল কত মানুষকে মেরে ফেলা হয়েছে। আমার কর্মীরা বলে আর কত চুপ করে থাকবো। আমি চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহর নামে কসম খেয়ে বলছি, বিএনপি ক্ষমতায় আসবে না।
ফতুল্লা থানা এলাকা নিয়ে শামীম ওসমান বলেন, ফতুল্লাকে সিটি কর্পোরেশনে নিতে চায়। ফতুল্লায় যে পরিমাণ কাজ হয়েছে। আমার একটা স্বপ্ন আছে- এটাকে আমি মেডিকেল ও এডুকেশনাল হাব বানাবো। আমি এ রোডটা এমনভাবে গড়বো যে আমার শহরের মানুষদের ঢাকা যেতে না হয়। এমন কোনো স্কুল নেই রাস্তা নেই যেখানে কাজ করিনি। শুধু ড্রেনেজে কিছু সমস্যা। এগুলোও ঠিক হয়ে যাবে। আমি এতসব উন্নয়ন কী ভোটের জন্য করছি? না, কারণ আমি জানি আমি মারা যাব। আমাকে মরতেই হবে, আজ বা কাল। মৃত্যুর পর যেন মানুষ দুহাত তুলে আমার জন্য কাঁদে, আর কী চাই।