বিজয় বার্তা ২৪ ডট কম
ডিএনডির জলাবদ্ধতা দ্রুত ও স্থায়ীভাবে নিরসন, খাল-জলাশয় দখলমুক্ত করা, নষ্ট পাম্প মেরামতসহ পর্যাপ্ত পাম্পের ব্যবস্থা করে পানি নিষ্কাশন করা, পরিকল্পিত ড্রেন নির্মাণ ও রাস্তাঘাট সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনে একনেকে পাশ হওয়া প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আজ বিকাল ৫ টায় গাবতলী, তাগারপাড়, ইসদাইর বাজারে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্র্ত্তী, বাসদ জেলা ফোরামের সদস্য আবু নাঈম খান বিপ্লব, সিপিবি নেতা বিমল কান্তি দাস, নুরুল ইসলাম, আলমগীর, বাসদ নেতা জাহাঙ্গীর আলম, এস এম কাদির, এলাকাবাসী সাইফুল ইসলাম শরীফ, হাসনাত কবীর, গোলাম মোস্তফা, আবু সাঈদ সাইদুর।
নেতৃবৃন্দ বলেন, ডিএনডি বাঁধ এলাকায় বসবাসকারী মানুযের ্বৃষ্টির মৌসুম এলেই চরম দুর্ভোগ পোহাতে হয়। খানিক বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতা । বছরের পর বছর এই দুর্ভোগ বয়ে বেড়াচ্ছে প্রায় ২০ লাখ মানুয। এই এলাকায় ঢাকা সিটি কর্পোরেশন (দক্ষিণ), নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অংশ রয়েছে। রয়েছে রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প ,টেক্সটাইল. ডাইং. রি-রোলিং. স্টিল মিলসহ বিভিন্ন রকম শিল্প প্রতিষ্ঠান। রয়েছে স্কুল, কলেজ। ৩/৪ ফুট পর্যন্ত জলাবদ্ধতা থাকায় উৎপাদন ব্যহত হচ্ছে, ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বিঘিœত হচ্ছে। অনেকে বাড়ি-ঘর ফেলে ডিএনডির বাইরে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। পানি প্রবাহের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার বির্পযয় চরম মাত্রায় পৌঁচেছে। ৫৬ বর্গ কিলোমিটারের ডিএনডি বাধ এলাকায় এক সময় কংস নদ, নলখালী খালসহ ১৮৬ কিলোমিটার খাল একেবেকে অবস্থান করত। প্রশাসনের নজরদারী না থাকায় খাল দখল-ভরাট করে স্থাপনা নির্মিত হওয়ায় পানি প্রবাহের মাধ্যম্গুলো বিলুপ্ত হয়েছে। ফলে অল্প বৃষ্টিতে হাঁটু পানিতে ডুবে যায় ঘর-বাড়ি, রাস্তা-ঘাট । বেশি বৃষ্টিতে তৈরি হয় কৃত্রিম বন্যা ।
নেতৃবৃন্দ বলেন ডিএনডি এলাকায় পানি নিস্কাশনের জন্য সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ৫১ বছরের পুরনো পাম্প হাউজ আছে। এর ৪টি মোটরে ৫১২কিউসেক পানি নিষ্কাশন হয়। বর্তমানে একটি মোটর নষ্ট। বাকীগুলো পুরনো হওয়ার কারনে আগের মত পানি নিষ্কাশন করতে পারে না। সহযোগী ২২টি স্যালো মোটরের ১৭টিই নষ্ট। সংশ্লিট এলাকার জনপ্রতিনিধি, সরকার কেহই এগুলো কার্যকরী করার ক্ষেত্রে পদক্ষেপ নিচেছন না।
২০১৬ সালে ডিএনডি বাধ এলাকার উন্নয়ন ও জলাবদ্ধতার সমস্যার স্থায়াী সমাধানে একনেকের বৈঠকে ৫৫৮ কোটি ২০ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন হয়। কিন্তু তা বাস্তবায়নের কাজ এখনও শুরুই হয়নি। নেতৃবৃন্দ ডিএনডি বাঁেধর জলাবদ্ধতা স্থায়ী সমাধানের দাবীতে সিপিবি-বাসদ এর উদ্যোগে ১৭ জুলাই জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে সকলকে অংশ নেয়ার আহ্বান জানান।