বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-নারায়ণগঞ্জ তথা ডেমরা ডিএনডিবাসীর দীর্ঘদিনের জলবদ্ধতা নিরসন করতে প্রয়োজনে নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসীকে সাথে নিয়ে অমরন অনশনে বসবেন বলে ঘোষনা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান।
বৃহস্পতিবার বিকাল ৫ টায় চাষাড়া শহীদ মিনারে মহানগর সেচ্ছাসেবক লীগের আয়োজিত বাংলাদেশ সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে ডিএনডি প্রসঙ্গে তিনি এই ঘোষনা দেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, লিংক রোডসহ নারায়ণগঞ্জের অনেক উন্নয়ন করেছি। ডিএনডির জন্য বরাদ্দ এনেছি। আমি সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মন্ত্রী মহোদয়কে জানিয়ে দিয়েছি দ্রুত গতিতে যদি আগামী দু একদিনের ভিতর আমাকে জানানো না হয়। যে কবে থেকে আমার ডিএনডির কাজ শুরু হবে। ডিএনডির মানুষ মানবেতর জীবনযাপন করছে। অথচ মন্ত্রনালয়ের কোন টনক লড়েনি। এবার আমি দেখবো পিছন থেকে কে খেলছেন।আমি নিজে লিংক রোডের সাইনবোর্ডস্থ বঙ্গবন্ধু ও জননেত্রীর শেখ হাসিনার প্রতিকৃতির সামনে আমার নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসীকে নিয়ে অমরন অনসন করবো। কখন থেকে আমার ডিএনডির কাজ শুরু হবে। কারা এটা দেরি করাচ্ছে। এর আগে একনেক করেছি। যারা মানুষকে ঘুরায় তারা মানুষকে কষ্ট দিতে চায়। যেভাবেই হোক কাজ শেষ করবো।
প্রসঙ্গত, ডিএনডির জলবদ্ধতা নিরসনে ২ বছর ৪ মাসের মধ্যেই ডিএনডি প্রজেক্টের জন্য ৫শ ৫৮ কোটি টাকা বরাদ্দ এনেছেন সাংসদ শামীম ওসমান। পরে এর সাথে আরও ২’শ কোটি টাকা বরাদ্দ যোগ করা হয়েছে। এর আগে বরাদ্দ না থাকার কারনে পানি নিস্কাশন কাজ বন্ধ হয়ে যায়। ডিএনডি থেকে সুষ্ঠুভাবে সেচ কার্য পরিচালনা করা এবং পানি নিষ্কাশন করার সেচ খাল, ডিটিও খাল, আউট লেক খাল, চকবন্দী খাল, দীর্ঘ ইনটেক খাল, দীর্ঘ মেইন ক্যানেল টার্ন আউট খালগুলোর অধিকাংশই অবৈধভাবে দখল করে ভরাট করা হয়েছে। এ কারনেই ডিএনডিতে জলবদ্ধতা দেখা দিয়েছে। এবার ডিএনডিবাসীর জলবদ্ধতা নিরসনে নারাণয়গঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান নেতাকর্মীদের নিয়ে অমরন অনশন করার ঘোষনা দিয়েছেন।