বিজয় বার্তা ডেস্ক
চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সাঈদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো সংগঠনের সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের উপদেষ্টা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সাঈদুর রহমানের মৃত্যুতে সংগঠনের সব সদস্য ও কার্যকরী পরিষদ গভীরভাবে শোকাহত। তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
ডা. সাঈদুর আফ্রো-এশিয়া সংহতি পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন।