বিজয় বার্তা ২৪ ডট কম
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ডাকাত দলের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জান মনির গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার ১ অক্টোবর সকালে শহরের খানপুর সরদাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় ঘটে। ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি ছুড়ি উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ মনিরুজ্জান মনির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ডিবি উপ পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনা ফাঁস করে দিয়েছে এমন সন্দেহে শনিবার সকালে শহরের খানপুর সরপাড়া এলাকাতে বিল্লাল হোসেন নামের সহযোগির বাড়িতে হামলা করে দেলু ও তার লোকজন। খবর পেয়ে ডিবির টিম নিয়ে সেখানে অভিযান চালালে দেলু ও তার লোকজন আমাদের উপর লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে । আমরাও পাল্টা গুলি করি। তখন দেলু পালিয়ে যেতে সক্ষম হয়। গুলিবিদ্ধ হয় আমাদের একজন এস আই মনিরুজ্জান মনির। এর আগে শুক্রবার গভীর রাতে শহরের খানপুর মেইন রোডের একটি বাসা থেকে মাস্টার দেলুর স্ত্রী লাকী আক্তার (৩০), তার মামা মোবারক (৪০), দুইজন সহযোগি সুজন (৩৪) ও হারুনকে (৩৫) গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ ডিবির ওসি মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনহত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।