বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি করার ঘটনায় অভিযুক্ত ডাকাত আজমীরকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
আসামি আজমীর ফতুল্লা থানাধীন ইদ্রাকপুর এলাকার মোঃ শহীদ হোসেনের ছেলে।
বুধবার (১৬ অক্টোবর) র্যাব-১১ এর মিডিয়া অফিসার মেজর মো. অনাবিল ইমাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার পর ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, গত ১৯ জুলাই আসামি আজমীর (২৯)’সহ অন্যান্য আসামিরা ফতুল্লার ভুঁইগড় বাস স্ট্যান্ড এলাকায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, রিভালবার, পিস্তল, কাটা রাইফেল, রামদা, চাপাতি, হকিস্টিক, চাইনিজ কুড়াল ও তলোয়ারসহ বৈষম্য বিরোধী নিরীহ ছাত্র-ছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলনে ককটেল বিস্ফোরন ও গুলি বর্ষণ করে। আসামিরা যানবাহন, বাস স্টেশন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা করে অগ্নি সংযোগ ও ভাংচুর করে জনমনে আতঙ্কের সৃষ্টি করে।
র্যাব আরও জানায়, আসামি আজমীর এক জন পেশাদার মাদক ব্যবসায়ী। সে চুরি, ছিনতাই ও ডাকাতি সহ বিভিন্ন ধরনের ঘৃন্য অপরাধের সাথে জড়িত।
র্যাব জানায়, এ ঘটনায় গত ২২ আগস্ট ফতুল্লা থানায় আজমীরসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে মামলা হয়। গ্রেপ্তারকৃত আসামির নামে ৩ টি মামলা রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।