বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহি ট্রেনের সাথে একটি বাসের সংঘর্ষে তিনজন নিহত ও আহত হয়েছে কয়েকজন। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, আনন্দ পরিবহনের ওই বাসটিতে কোন যাত্রী ছিলো না। নিহত দুই পুরুষ ও আহতরা পথচারী হতে পারে বলে ধারণা তাদের।
নারায়ণগঞ্জ সদর থানার ওসি শাহ জামান জানান, দুর্ঘটনার পর দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, জ্যামের কারণে বাসটি আগে থেকেই রেললাইনের উপর ছিলো। ট্রেন আসতে দেখলেও চালক বাস সরাতে পারেনি। তিনি আরও জানান, দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে ও একটি কাটা পা পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ শহরের ১নং রেলগেট এলাকায় বাস ও ট্রেনের সংঘর্ষের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন। নিহতের পরিবারেকে ২৫ হাজার ও আহতদের চিকিৎসার জন্য ১০ টাকা করে অনুদান দেয়া হবে জানান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।