নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে গাড়ি রিকোজিশন করায় ট্রাফিক পুলিশকে নিয়ে আটকে রাখে গাড়ির মালিক। পরে পুলিশ গিয়ে ট্রাফিক পুলিশকে উদ্ধার করে। এ সময় গাড়ির মালিক ফারুককে আটক করে গাড়ি থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে শিমরাইল মোড় (চিটাগাংরোড) ট্রাফিক সার্জেণ্ট জিয়া একটি মাইক্রোবাস (ঢাকা-মেট্ট্রো চ-১১-৬৫১৬) রিকোজিশন করে। এ সময় গাড়ির ভেতর গাড়ির মালিক ফারুক ও চালক ছিল। গাড়িটি রিকোজিশন করার পর একজন ট্রাফিক পুলিশ গাড়িতে উঠে গাড়িটি ট্রাফিক পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়ার জন্য। তখন ট্রাফিক পুলিশসহ গাড়িটি দ্রুত চালিয়ে শিমরাইল গ্রামের দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে যুবলীগ সন্ত্রাসী নজরুল ইসলাম ওরফে বুইট্টা নজরুলের বাড়ির সামনে গাড়িটি পার্কিং করে ট্রাফিক পুলিশকে আটকে রাখে ফারুক। ফারুক যুবলীগ সন্ত্রাসী বুইট্টা নজরুলের ভাগিনা। এদিকে ট্রাফিক পুলিশকে আটকে রাখার খবর পুলিশের ওয়্যারলেসে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে নির্দেশ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এস আই রাসেল সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে ঘটনাস্থলে পৌছে আটক ট্রাফিক পুলিশকে উদ্ধার এবং গাড়ির চালক ফারুকে আটক করে। এসময় বুইট্টা নজরুল বাধা দেয়ার চেষ্টা করলে পুলিশ তাকেও আটক করার হুমকি দিলে সে পিছু হটে।
সিদ্ধিরগঞ্জ থানার এস আই রাসেল সাংবাদিকদের জানান, ওসি স্যারের নির্দেশ পেয়ে শিমরাইল গ্রামে গিয়ে মাইক্রোবাসটির মালিক ফারুককে আটক করি এবং গাড়িসহ ট্রাফিক পুলিশকে নিয়ে আসি। রাত ৯টায় এ রিপোর্ট লেখার সময় ফারুক থানা হাজতে রয়েছে।
ট্রাফিক ইন্সপেক্টর তাসলিম সাংবাদিকদের জানান, মাইক্রোবাসটি রিকোজিশন করে একজন ট্রাফিক কনস্টেবল দিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে পাঠানো হয়। কাঁচপুর ব্রিজের নিচ দিয়ে গাড়িটি ইউটার্ন নেয়ার সময় গাড়ির মালিক ডানে না গিয়ে বামে টার্ণ নিয়ে শিমরাইল গ্রামের দিকে চলে যায়। পরে বিষয়টি ওয়্যারলেসে উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। রিকোজিশন করা মাইক্রোবাসের মালিককে আটক করে গাড়িসহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। গাড়িটি এখন রিকোজিশন ডিউটি করছে।
এদিকে ফারুককে থানা থেকে ছাড়িয়ে নিতে যুবলীগ সন্ত্রাসী বুইট্টা নজরুল বিভিন্ন জায়গায় দেনদরবার করছে বলে থানা পুলিশের একাধিক সুত্র জানায়।