নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে মনসুর নামে র্যাবের এক সার্জেন্ট নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন সাতজন।
শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুরিন্দা বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে র্যাবের একটি পিকআপ ভ্যান টহল দিচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে র্যাব-১১ এর সদস্য সার্জেন্ট মনসুর ঘটনাস্থলে নিহত হন। আহত হন ওই বাহিনীর তিন সদস্যসহ মোট সাতজন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।