কক্সবাজার,বিজয় বার্তা ২৪
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়েছে। আটক আব্দুস সালাম (৩৫) মিয়ানমারের মংডুর লম্বাবিল গ্রামের বাসিন্দা।
শনিবার ভোরে টেকনাফ উপজেলার দমদমিয়া সংলগ্ন নাফনদী জইল্লার দ্বীপ এবং সকালে উপজেলার দমদমিয়া চেক পোস্ট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবাগুলোর মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।
আটককৃত আব্দুস সালামের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচারের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।