কক্সবাজার,বিজয় বার্তা ২৪
কক্সবাজারের টেকনাফে ইয়াবা গডফাদার নুরুল হক ভূট্টোর নেতৃত্বে এবার ৬ সাংবাদিককে কুপিয়ে আহত করা হয়েছে। এ সময় ভাংচুর করে ছিনিয়ে নেয়া হয়েছে তিনটি ক্যামেরাও। সেই সাথে তাদের ল্যাপটপ পুড়িয়ে দেয় তারা।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া স্কুল মাঠে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।
এতে আহত হয়েছেন সময় টিভির স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, তার ক্যামেরাপার্সন ফয়েজ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু, তার ক্যামেরাপার্সন শরীফ, ৭১ টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু ও তার ক্যামেরাপার্সন বাবু দাশ।
সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভূট্টোর নেতৃত্বে এ হামলা হয় বলে নিশ্চিত করেছেন আহত সাংবাদিকরা।
আহত তৌফিকুল ইসলাম লিপু জানান, সকালে টেকনাফের মুচরি রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় এক আনসার সদস্য নিহত এবং ১১টি অস্ত্র লুটের ঘটনার প্রতিবেদন করতে তারা ঘটনাস্থলে যান। সেখানে তারা জানতে পারে ওই ঘটনার সঙ্গে নাজির পাড়ার ভুট্টো নামে এক ব্যক্তি জড়িত। পরে বিকালে নজির পাড়ার ভুট্টোর বাড়ির সামনে তার ব্যাপারে জানতে চাইলে ওই বাহিনীর লোকজন তাদের ওপর অস্ত্র নিয়ে হামলা করে।
আহত সময় টিভির স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেল জানান, ওই এলাকায় ভিডিও ফুটেজ সংগ্রহকালে হঠাৎ করে একদল লোক এ হামলার চালায়। তারা এলোপাতারি কুপিয়ে তাদের আহত করার পাশাপাশি ক্যামেরা ছিনিয়ে নিয়েছে।
ঘটনাস্থল থেকে বিজিবি ও পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে প্রেরণ করেছে। তাদের সাথে রয়েছেন টেকনাফ পৌরসভার কাউন্সিলর ও আমাদের সময় পত্রিকার টেকনাফ প্রতিনিধি মো. আবদুল্লাহ মনির।
ঘটনার পর থেকে জড়িতদের ধরতে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালাচ্ছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি আবদুল মজিদ।