খেলাধূলাডেস্ক,বিজয় বার্তা ২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলের নেতৃত্বে থাকছেন যথারীতি মাশরাফি বিন মুর্তজা।
বুধবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক ফারুক আহমেদ এ দল ঘোষণা করেন।
দলে চমক হিসেবে আছেন দু’টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে জায়গা না পাওয়া অলরাউন্ডার নাসির হোসেনও ফিরেছেন দলে।
এছাড়া চারজনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। তারা হলেন- ইমরুল কায়েস, কামরুল ইসলাম রাব্বি, শুভাগত হোম ও মুক্তার আলি।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির আহমেদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল-আমিন হোসেন, আরাফাত সানি, নুরুল হাসান সোহান, নাসির হোসেন, তাসকিন আহমেদ ও মো. মিথুন।
আগামী ৮ মার্চ থেকে ভারতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টটি চলবে ৩ এপ্রিল পর্যন্ত। টুর্নামেন্টের মূল পর্ব শুরু হবে ১৫ মার্চ থেকে।
মূল পর্বে জায়গা করে নিতে মাশরাফি-সাকিবদের খেলতে হবে বাছাইপর্বের তিনটি ম্যাচ, যার প্রথমটিতে ৯ মার্চ হল্যান্ডের বিপক্ষে নামে নামবে টাইগাররা।