ঝিনাইদহ,বিজয় বার্তা ২৪
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের আটজন আহত হয়েছেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৬ রাউন্ড গুলিবর্ষণ করে। সোমবার (২৫ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে ওই উপজেলার নওয়াপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তাদের নাম জানা যায়নি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম, সাংবাদিককে জানান, আধিপত্য বিস্তার নিয়ে নওয়াপাড়া গ্রামের রতন ও মুক্তার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে সোমবার দুপুরে দু’পক্ষের লোকজন লাঠি-সোটা, ঢাল-সড়কি, রামদা ও গ্রাম্য অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দু’পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে তবে ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।