বিজয় বার্তা ২৪ ডট কম
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার রাঙিয়ারপোতা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবক নিহত হয়েছে। সোমবার দুপুরে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
কোটচাদপুর রেলস্টেশনের মাষ্টার গোলাম মোস্তফা জানান, সোমবার সকালে স্থানীয় কৃষকরা রাঙিয়ারপোতা গ্রামে ট্রেন লাইনের পাশে দ্বিখন্ডিত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুুলিশকে খবর দেয়। পরে রেলওয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। তিনি জানান, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
কোটচাঁদপুর থানার এসআই সমির জানান, ধারণা করা হচ্ছে সে রাতের কোন সময় ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছে।