ঝিনাইদহ,বিজয় বার্তা ২৪
ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।এরা হলেন, সদর উপজেলার শিকারপুর গ্রামের ডালিম বিশ্বাসের ছেলে মাধব বিশ্বাস (৩০) ও ঠাকুর সরকারের ছেলে কুমুদ সরকার (৩২)।
সাংবাদিক জাহিদুর রহমান তারিক কে বলেছেন পুলিশ বলছেন, গোপন সংবাদ পেয়ে শুক্রবার ভোরে শিকারপুরে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় একটি শাটারগান, দুই রাউন্ড গুলি ও তিনটি রামদাসহ তাদের আটক করা হয়। নাশকতার উদ্দেশ্যে তারা অস্ত্র ও গুলি সংগ্রহ করেছিল বলে ধারণা করছে পুলিশ।