ঝিনাইদহ,বিজয় বার্তা ২৪
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রাম থেকে ডাকাত সন্দেহে চার কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (০৪ মে) ভোরে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো- শৈলকুপা উপজেলার তামিনগর গ্রামের কুবাদ আলীর ছেলে সুমন আলী (১৭), রয়েড়া গ্রামের আতিয়ার মল্লিকের ছেলে নাহিদ মল্লিক (১৮), একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে শুভ আহম্মেদ (১৮) ও নুরাল শেখের ছেলে সুমন হোসেন (১৪)।
সুমন আলী, শুভ আহম্মেদ শৈলকুপা সিটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র, নাহিদ মল্লিক বিএলকে কারিগরী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী ও সুমন হোসেন রয়েড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
ঝিনাইদহের শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, খড়িবাড়িয়া গ্রামের নিমাই নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতি করে সাত / আটজনের একটি দল পালিয়ে যাচ্ছিল। খবর পেয়ে গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ তাদের ধাওয়া করে চারজনকে আটক করে। ডাকাত দলের বাকি সদস্যরা এসময় পালিয়ে যায়।
ওসি আরও জানান, ডাকাতদের কাছ থেকে নগদ ৬৩ হাজার ৮০০ টাকা ও তিনটি স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়েছে।