ঝিনাইদহ,বিজয় বার্তা ২৪
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে বৃহস্পতিবার স্ব-স্ব রির্টানিং কর্মকর্তার কাছে লিখিত দরখাস্তের মাধ্যমে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ৬৫ জন প্রত্যাহারকারীর মধ্যে রয়েছে চেয়ারম্যান প্রার্থী ৯, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ৯ ও সাধারণ ওয়ার্ডের সদস্য ৪৭জন। আবেদন যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় এসকল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করে উপজেলা নির্বাচন কর্মকর্তা।
মনোনয়ন প্রত্যাহারকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মির্জাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু জার গিফারী গাফ্ফার, দিগনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ও সাইদুর রহমান, সারুটিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী মজিবর রহমান, হাকিমপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ওয়াহিদুজ্জামান ইকু, বগুড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম, আবাইপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম, নিত্যানন্দনপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হোসেন আলী ও ফুলহরি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান জানান, ১৯ মে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের মেষ সময় ছিলো। আবেদনের প্রেক্ষিতে এসকল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে।