নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ঝালকুড়ি বিল থেকে উদ্ধারকৃত লা্শটি ধানমন্ডির দৃক গ্যালারির অ্যাকাউন্টস অফিসার এরফান উল ইসলামের (৪৯)।
রবিবার দুপুরে পরিবারের সদস্যরা ও দৃক গ্যালারির কর্মকর্তারা জেলার সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে লাশটি শনাক্ত করেন।
জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে ধানমন্ডির ডাচ-বাংলা ব্যাংকে টাকা তোলার পর নিখোঁজ হন ইরফানুল ইসলাম। এরপর বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবিদ হোসেন জানান, এলাকাবাসী জালকুড়ি বিলের একটি ঝোপের মধ্য লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।