খেলাধুলাডেস্ক,বিজয় বার্তা ২৪
জয় দিয়েই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
বৃহস্পতিবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪১.২ ওভারে মাত্র ১২৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন তারিক স্টানিকজাই। এ ছাড়া করিম জানাত ২৭ ও ইকরাম ফাইজি ১৯ রান করেন। এই তিনজন ছাড়া আফগানদের আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
পাকিস্তানের পক্ষে শাহদাব খান সর্বোচ্চ ৪ উইকেট নেন মাত্র ৯ রানের বিনিময়ে। হাসান মহসিন ২৪ রানে নেন ৩ উইকেট।
জবাবে ৪ উইকেট হারিয়ে ৩১.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন জিসান মালিক। এ ছাড়া হাসান মহসিন অপরাজিত ২৮, মোহাম্মদ উমর ২৫ ও সাইফ বদর ১৭ রান করেন।
হাত ঘুরিয়ে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অপরাজিত ২৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন হাসান মহসিন।