বিজয় বার্তা ২৪ ডট কম
২০২৫ সালের জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পালস টেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং টেকনো ড্রাগস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর আরেফিন রাফি আহমেদ। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ২০২৪ সালের জাতীয় সাধারণ সভায় (ন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলি) শুক্রবার, ৬ ডিসেম্বর এই ঘোষণা দেওয়া হয়।
সভায় জেসিআই বাংলাদেশের ২০২৫ সালের জাতীয় বোর্ড গঠন করা হয়, যেখানে বিভিন্ন নির্বাচিত ও মনোনীত পদে তরুণ এবং উদ্যমী জেসিআই মেম্বারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নেতৃত্বের মাধ্যমে জেসিআই বাংলাদেশ তরুণদের ক্ষমতায়ন এবং টেকসই প্রভাব তৈরির মিশনকে আরও এগিয়ে নিয়ে যাবে।
২০২৪ সালের ইমিডিয়েট পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট (আইপিএনপি) মো. জিয়াউল হক ভূঁইয়া নির্বাচন কমিশনার হিসেবে এই নির্বাচনের সভাপতিত্ব করেন। তার সাথে নির্বাচন কমিটিতে ছিলেন জেসিআই বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাম্বাসেডর মোসুদ মান্নান এনডিসি এবং ২০১৬ সালের জাতীয় সভাপতি ও জেসিআই বাংলাদেশ ট্রাস্টের চেয়ারপারসন মো. শাকাওয়াত হোসেন মামুন।
ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর আরেফিন রাফি আহমেদ জেসিআই বাংলাদেশের সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার এবং নতুন সুযোগ তৈরির অঙ্গীকার করেন। তিনি বলেন, “জেসিআই বাংলাদেশের পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট, আইপিএনপি মো. জিয়াউল হক ভূঁইয়া এবং ২০২৪ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদিরের নেতৃত্বে কাজ করা ছিল আমার জন্য একটি জীবন পরিবর্তনকারী অভিজ্ঞতা। আমরা আমাদের প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করবো, আগামী প্রজন্মের নেতাদের ক্ষমতায়ন করবো এবং দীর্ঘস্থায়ী সামাজিক প্রভাব তৈরি করবো। আমাদের সদস্য এবং নেতৃত্ব দলের সাথে কাজ করে জেসিআই বাংলাদেশকে গ্লোবাল প্ল্যাটফর্মে শ্রেষ্ঠত্বের উদাহরণ হিসেবে তুলে ধরার লক্ষ্য আমাদের।”
২০২৪ সালে, জেসিআই বাংলাদেশ গ্লোবাল জেসিআই প্ল্যাটফর্মে অসাধারণ কার্যক্ষমতা প্রদর্শন করে, যা সংগঠনের উৎকর্ষতার জন্য একটি উচ্চ মানদণ্ড স্থাপন করেছে। ২০২৫ সালের জাতীয় বোর্ড এই সাফল্যের উপর ভিত্তি করে একটি অগ্রণী কৌশল এবং কার্যক্রম গ্রহণ করবে, যা তরুণদের জন্য সুযোগ তৈরি এবং দেশব্যাপী কমিউনিটিকে উন্নত করতে কাজ করবে।
জেসিআই একটি বৈশ্বিক, অরাজনৈতিক সংগঠন যা তরুণ নেতাদের উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তন আনতে নিবেদিত। ১২০টিরও বেশি দেশে উপস্থিতি এবং ২,০০,০০০ এরও বেশি সদস্য নিয়ে, জেসিআই ১৮-৪০ বছর বয়সীদের কমিউনিটির জন্য তাৎপর্যপূর্ণ অবদান রাখতে ক্ষমতায়িত করে। বাংলাদেশে, জেসিআই ৪৫টি লোকাল সংগঠনের মাধ্যমে পরিচালিত হয়, যা নেতৃত্ব, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।