বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে জেল হত্যা দিবস উপলক্ষে ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল ৪টায় বন্দর পৌরসভার মোড় এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সামসুজ্জামাানের সভাপতিত্বে ও বন্দর থানা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মাহবুর রহমান কমলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন, নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা, নারায়নগঞ্জ মহানগর মহিলালীগের সভাপতি তথা ২২, ২৩, ২৪নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ইসরাত জাহান খান স্মৃতি, সাবেক বন্দর থানা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শাহজাহান মোল্লা, জাহাঙ্গীর মৃধা, হাজী ছামাদ, সিরাজুল ইসলাম, ২১নং ওয়ার্ড মহিলালীগের সভাপতি মায়ানুর আহম্মেদ মায়া, বন্দর থানা মহিলালীগের নেত্রী শান্তা, ২২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজী শহিদ, শিপলু, মুক্তার, শহিদ সহ অন্যান্য নেতা কর্মী। এ সময় সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি এমএ রশিদ বলেন, ৩ নভেম্বর এলে মনের ভিতর কেন জানি কামড় দিয়ে উঠে কেননা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুক্তিযোদ্ধার সংগঠক জাতীয় চার নেতাকে অন্যায় ভাবে জেলখানার ভিতর হত্যা করা হয়েছে। আমরা এই দিনে এই চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি।