বিজয় বার্তা ২৪ ডট কম
পুলিশের বাঁধার মুখে পড়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল পন্ড হয়ে গিয়েছে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুরে শহরের দেওভোগ এলাকা থেকে জেলা যুবদলের সভাপতি মোশরারফ হোসেনের নেতৃত্বে মিছিলটি ডিআইটিস্থ বিএনপির কার্যালয়ের সামনের দিকে আসার সময় পুলিশের বাঁধার সমূখিন হয়। ওই সময়ে পুলিশ মিছিলটিকে বাঁধা দিলে নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং এক পর্যায়ে পুলিশ তাদের ব্যানারটি কেড়ে নিয়ে যায়। পরে পুলিশ বিএনপির নেতাকর্মীদের লাঠিচার্জ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময়ে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মী আহত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারন সম্পাদক শাহ আলম মুকুল, ফতুল্লা থানার সভাপতি শহীদুল ইসলাম টিটু, আড়াইহাজারের সভাপতি মোঃ জুয়েল আহমেদ, রুহুল আমিন শিকদার,মোয়াজ্জেম হোসেন মন্টি, সাদেকুর রহমান, ইসমাইল হোসেন, মনির হোসেন জুম্মন, মোঃ লিটন সালাউদ্দিন মোল্লা, মোঃ স্বপন চৌধুরী, েশহিদুর রহমান স্বপন, নুরে ইয়াসিন নভেল, আতাউর, আঃ বারেক।
মোশাররফ হোসেন জানান, আমরা শান্তিপূর্ণ মিছিল করতে গেলে পুলিশ বাঁধা দেয়। এটা চরমভাবে গণতন্ত্র হরণ ও লঙ্ঘন। পুলিশের বাঁধায় এবং টানাটানির কারনে আড়াইহাজার যুবদলের সভাপতি জুয়েল হোসেন সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই সাইফুল ইসলাম জানান, অনুমতি ছাড়া মিছিল করায় রাস্তা থেকে সরে যেতে বলা হয়েছিল কিন্তু পুলিশ কোন বাধা দেয় নাই।