নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ইউনিয়ন( রেজি-ঢা-৩৮১০) এর অর্ন্তভূক্ত উপ-কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা প্রয়াত সাংসদ নাসিম ওসমান’র কবর জিয়ারত,শ্রদ্ধাঞ্জলী,মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ইউনিয়ন(রেজি-ঢা-৩৮১০) এর উপ কমিউনিটির সভাপতি জিকু আহমেদ, সহ সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক এ আর হাসান, মনির জুয়েল, হৃদয়, সিপন, এ আর মোশারফ, হীরা, জালাল,শরীফ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।