বিজয় বার্তা ২৪ ডট কম
উচ্চ শিক্ষা নিশ্চিতসহ ম্যাটস শিক্ষার্থীদের চলমান সংকট নিরসনক্লপে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪ টার দিকে শহরের সেন্ট্রাল চাইনিজ রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট সমিতির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট সমিতির সভাপতি ডাঃ একেএম বাছেদ কচি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ খন্দকার মোঃ এমদাদুল হক সেলিম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল খন্দকার ফাহিম, সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম , আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট সমিতির সাবেক সহ সভাপতি ডাঃ শেখ রিয়াজ রহমান , কে .এম . ইয়াছিন সহ অনেকেই ।
এ সময় তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন-বঙ্গবন্ধুর প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা ,মেডিকেল এডুকেশন বোর্ড, কমিনিটি ক্লিনিক পদায়ন এবং ১০ম গ্ৰেডে নিয়োগ প্রদান করতে হবে, ইন্টার্নশীপ ভাতা প্রদান করতে হবে ।