বিজয় বার্তা ২৪ ডট কম
মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নারায়ণগঞ্জ জেলার দিনমজুর, শ্রমিক, অসহায় ও দুস্থ ৩০০ টি পরিবারের মাঝে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, পেয়াজ, লবণ ও আলু।
মান্যবর জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ এ সময় বলেন, আমরা ৩০০টি অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে পেরেছি। প্রয়োজনে এ ধরনের সহযোগিতা চলমান থাকবে। এছাড়াও তিনি স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারি নির্দেশনাগুলো প্রতিপালনের নির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি সমাজের বিত্তবান ও সার্মথ্যবানদের প্রতি এসব অসহায় খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ানোর উদ্দাত্ত আহবান জানান।