নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পর এবার বন্দর উপজেলা ভূমি অফিস ঘুরে গেলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত সচিব তথা ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড.মুজিবুর রহমান হাওলাদার। বৃহস্পতিবার বেলা আড়াইটায় তিনি রুটিন ওয়ার্ক হিসেবে ওই পরিদর্শণে আসেন। ভূমি অফিসে ঢুকেই তিনি বন্দর উপজেলা সহকারি কমিশণার(ভূমি) হোসনে আরা বেগম বীণা’র গড়ে তোলা উদ্ভাবণী উদ্যোগসমূহ যথাক্রমে আধুনিক রেকর্ড রুম,মুক্তমঞ্চ,মুক্তকথন,হেল্ডডেস্ক,কনফারেন্স রুমসহ জনমুখী ও সেবামূলক কার্যক্রম পরোখ করেন। হোসনে আরা বীণা’র অগ্রণী ভূমিকার জন্য তার ভূঁয়ষী প্রশংসা করেন। এ সময় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক বন্দর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হাবিব ও বন্দর উপজেলা সহকারি কমিশণার(ভূমি) হোসনে আরা বেগম বীণাও উপস্থিত ছিলেন।