বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মঞ্চস্থ হল নাটক “অভিশপ্ত আগষ্ট”। আজ সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ নাটক উপভোগ করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এবং জেলা পুলিশ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় নাটকটির পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম আগত অতিথি ও দর্শকদের শুভেচ্ছা জানান। মেয়র নাটকটি দেখে তাঁর বক্তব্যে কলাকৌশলী ও সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেন। নাটকটি আগামীকাল একই স্থান ও সময়ে মঞ্চস্থ হবে। এটি সকল দর্শকদের জন্য উন্মুক্ত।