বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন,জেলা পরিষদ হচ্ছে একটি সেবামূলক প্রতিষ্ঠান। জাতির জনক বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক জেলা পরিষদের মাধ্যমে এই সেবা মানুষের কাছে পৌছে দেয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি । আর এই সেবামূলক কাজ গুলো যাতে করে সুন্দর ভাবে সম্পূর্ণ করতে পারি তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি । বুধবার ( ১৫ নভেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনের জমির সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ড্রেণ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপণ শেষে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও নারায়ণগঞ্জ আদালতের সামনের রাস্তা ও ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। নারায়ণগঞ্জ আদালতের আইনজীবীদের কাছ থেকে আমরা ইতিমধ্যেই দুটি দরখাস্ত পেয়েছি। তারই আলোকে আইনজীবীদের দুই লক্ষ টাকার বই কিনে দেয়া হয়েছে। এরপর ল্যাপটপ ও কম্পিউটার প্রদান করা হবে এবং তাদের অপর আরেক দাবী এই রাস্তাটি তৈরী করার কাজ আজ শুরু করা হলো।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক এড. হাবিব আল মোজাহিদ পলু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা পরিষদের সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি হাজী মজিবুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এড. মাহমুদা মালা, সদস্য এড. পারভীন আক্তার কবিতা প্রমূখ ।
প্রসঙ্গত, সাহাদাত হোসেন সাজনুর মালিকানাধীণ ঠিকাদারী প্রতিষ্ঠান এসআর এন্টারপ্রাইজ এই ড্রেণ নির্মাণকাজ পরিচালনা করবে। প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ড্রেণের দৈর্ঘ ১০০ মিটার, প্রস্থ ও উচ্চতা ২.৩ মিটার এবং নির্মাণ করতে সময় লাগবে দুই মাস।