বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই ও মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চন্দনশীল।
বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর ) দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামীলীগের সভানেত্রীর কার্যালয়ের অফিস সেক্রেটারি আলাউদ্দিনের কাছে এই দলীয় মনোনয়নপত্র জমা দেন তারা।
এসময় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোয়নপত্র জমা দেন আব্দুল হাই। এর আগে তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে চন্দনশীলের পক্ষে আওয়ামীলী সভানেত্রীর কার্যালয়ের মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল।