বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১ জন এবং সাধারণ পদে ৪২ জন ও সংরক্ষিত পদে ১০ জন সহ মোট ৫৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন ।
বৃহস্পতিবার সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেন জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্ণিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)জসিম উদ্দিন হায়দার এবং আড়াইহাজার উপজেলা নির্বাচন অফিসার ও জেলা পরিষদ নির্বাচন সহকারী রিটার্ণিং অফিসার আফরোজা খাতুন।
এ সময়ে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড হতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, ১ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান , ৩ নং ওয়ার্ড বন্দর থানা আওয়ামীলীগ এর সভাপতি এম এ রশিদ, ৬ নং ওয়ার্ড জেলা জাতীয় পার্টির আহবায়ক আবু জাহের, সংরক্ষিত ১ নং ওয়ার্ড মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড মাহমুদা মালা, সংরক্ষিত ২ ওয়ার্ড ফতুল্লা থানা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এবং বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শওকত আলীর কন্যা ও জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানির সহধর্মিণী সাদিয়া আফরীন, ৩ নং ওয়ার্ড জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক এড. হাবিব আল মুজাহিদ পলু, ৭ নং ওয়ার্ড রুপগঞ্জ নেকবর হোসেন নাহিদ, ৩ নং ওয়ার্ড হুমায়ুন কবির মৃধা, ৫ নং ওয়ার্ড জাহাঙ্গীর হোসেন, ২ নং ওয়ার্ড মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, জাহাঙ্গীর আলম, সংরক্ষিত ৪ নং ওয়ার্ড এড. পারভীন আকতার, ১০ নং ওয়ার্ড খোরশেদ আলম, ১২ নং ওয়ার্ড সিরাজুল ইসলাম ভূঁইয়া, ১১ নং ওয়ার্ড মাহবুবুর রহমান রোমান, ১৪ নং ওয়ার্ড মো. জাহেদ আলী , আবু কায়েম খান, ১৩ নং ওয়ার্ড মতিউর রহমান আকন্দ, ৯ নং ওয়ার্ড সাইদুর রহমান, সংরক্ষিত ৩ নং ওয়ার্ড খালেদা আকতার রোজী , ১ নং ওয়ার্ড আবু হানিফ, ৪ নং ওয়ার্ড মোবারক হোসেন সহ আরো অনেকেই।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর মনোনয়ন পত্র যাচাই – বাছাই শেষে ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।