বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে অংশ্রগ্রহনকারীদের প্রার্থীদের দুই দিনের যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ সহ মোট ৫০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচন রিটার্ণিং অফিসার মো. রাব্বী মিয়া।
রবিবার সকাল ১১টা থেকে বিকাল পাঁচটায় পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয় ।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার তারিফুজজামান ও সহকারী রিটার্ণিং অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দিন হায়দার ও আফরোজা খাতুন।
মনোনয়ন পত্র বৈধ প্রার্থীরা হলো, ১ নং ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, ২ নং ওয়ার্ডে এড . শরীফ হোসেন, জাহাঙ্গীর আলম, আহসান হাবীব, হুমায়ুন কবির মৃধা, ৩ নং ওয়ার্ডে হাবিব আল মুজাহিদ পলু, গিয়াস উদ্দিন চৌধুরী , ৪ নং ওয়ার্ডে মো. ইরফান উদ্দিন, মোস্তফা হোসেন চৌধুরী, মো. আবু হানিফ, মোবারক হোসেন, ৫ নং ওয়ার্ডে মো. মকবুল হোসেন সওদাগর, জসিম উদ্দিন আহমেদ, শাহাবুদ্দিন আহমেদ, জাহাঙ্গীর হোসেন, ৬ নং ওয়ার্ডে এম এ রশিদ, আবু জাহের, সংরক্ষিত মহিলা ১ নং ওয়ার্ডে এড মাহমুদা মালা , ২ নং ওয়ার্ডে সাদিয়া আফরীন, শাহেনাজ সিদ্দিকী সহ অন্যান্যরা।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ৪, ৫ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এবং ১১ ডিসেম্বর মনোনয়নপত্র প্রতাহার। ১২ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও আগামী ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।