বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন সংরক্ষিত মহিলা ২ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী শাহনাজ সিদ্দিকী নিম্মু।
রবিবার দুপুর দুইটায় মনোনয়ন পত্র প্রত্যাহার করতে জেলা পরিষদ নির্বাচন রিটার্ণিং অফিসার মো. রাব্বী মিয়ার কাছে আবেদন করেন তিনি। এ সময়ে রাব্বী মিয়া তার প্রত্যাহার পত্রের আবেদন গ্রহণ করেন।
এই সুবাদে আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা ২ নং ওয়ার্ড সদস্য পদে এখন একক প্রার্থী হিসেবে সাদিয়া আফরীন রয়েছেন। তাই একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছে ফতুল্লা থানা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শওকত আলীর কন্যা ও জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানির সহধর্মিণী সাদিয়া আফরীন।